বছর শেষে পরীর ডাবল ধামাকা
বিনোদন ডেস্ক : গ্ল্যামারকন্যা পরীমনির অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ধামাকা দিয়ে আসছেন। চলতি বছরের শেষে পরীমনি ডাবল ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছেন। পরী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘অন্তর জ্বালা’। ‘মাস্টার মেকার’ খ্যাত মালেক আফসারি পরিচালিত এই সিনেমাটি আগামী ১৫ ডিসেম্বর দেশের রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর পরের সপ্তাহে পরী অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ সিনেমাটিও মুক্তি পাবে।
‘অন্তর জ্বালা’ সিনেমাটিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন জায়েদ খান। এ সিনেমার শুটিং পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে।
এদিকে যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। ২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। রমিজ উদ্দিন প্রযোজিত এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।