টি-টেন টুর্নামেন্টে সাকিব-তামিম-মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল টেস্ট দিয়ে। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাব হয়। এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে টি-টেন। আর টুর্নামেন্টের প্রথম আসরের নিলামে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।
আসন্ন এই প্রতিযোগিতাটিকে সামনে রেখে রোববার নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও তরুণ প্রতিভাবান পেসার মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে কেরালা কিংস। আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করতে থাকা মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে বেঙ্গল টাইগার্স। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দুই ফরম্যাটের সেরা রান সংগ্রাহক তামিম ইকবালকে দলে নিয়েছে পাখতুন।
আগামী ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু হবে শারজায়। ১০ ওভারের ম্যাচটি শেষ হবে ৯০ মিনিটে। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল।