নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা ও দোয়া মাহফিল
আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আজ সোমবার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি‘র শারীরিক সুস্থ্যতা কামনা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম লেঃ অবঃ গোলাম নূর ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মোতালিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাজ্বী হারুনুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,হাজ্বী মিছবাহ উদ্দিন,কাজী তৌহিদ আলী,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারুল হক,মোঃ সোহরাব মোল্লা,কার্ত্তিক চন্দ্র দাস প্রমূখ। এসময় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে ও স্থানীয় এলজিইডি বিভাগের তত্ত্বাবধায়নে নির্মিত গত ২১ আগষ্ট উপজেলা পরিষদের পাশে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি ।