শিল্পার ‘খোলা’ পিঠে অনুরাগের আঁচর!
বিনোদন ডেস্ক : তাদের মধ্যে বন্ধুত্ব অনেকদিনের৷ সময়, সুযোগ পেলেই তারা একে অপরের পিছনে লাগেন৷ সুপার ডান্সার ২-এর সেটেও তেমন ঘটনা ঘটল৷
সুপার ডান্সার ২-এর একটি এপিসোড শুরুর প্রস্তুতি চলছিল তখন৷ টাচ আপে ব্যস্ত ছিলেন শিল্পা৷ তখনই অনুরাগ পিছন থেকে তার পিঠে হিজিবিজি লিখে দেন৷ অবস্থা দেখে তখন শুটিং সেটের অনেকে মুচকি মুচকি হাসতে শুরু করে দেন৷
প্রথমটা শিল্পা বুঝতে পারেননি৷ কিন্তু যখনই গীতা কাপুর ব্যাপারটা দেখে জোরে হেসে ওঠেন৷ তখনই বুঝতে পারেন শিল্পা৷ কিন্তু ততক্ষণে অনুরাগের কাজ হয়ে গেছে ।
শিল্পার পিঠে পড়ে গেছে আঁকি-বুকি৷ অনুরাগকে এনিয়ে মেকি অভিমান দেখান শিল্পা৷ হাজার হোক বন্ধু তো৷ কিছু থোড়াই বলা যায়!