রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহা ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ইত্তেফাক মুক্তি পেয়েছে শুক্রবার। ক্রাইম থ্রিলার হিসাবে ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে সিনেমায় সিদ্ধার্থের সঙ্গে করা সোনাক্ষীর বেশ কিছু উষ্ণ দৃশ্য নিয়েও চলছে নানা মন্তব্য। তাই শেষ পর্যন্ত সেসব নিয়েই মুখ খুলেছেন এ নায়িকা।

সোনাক্ষী জানিয়েছেন, সিদ্ধার্থকে এই সিনেমায় বেশ কয়েকটি দৃশ্যে উত্তেজিত করতে হয়েছে। সেটাই ছিল অভিনয়। উষ্ণ এই দৃশ্য ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল তার জন্য। তবে এটা যে কঠিন ছিল সেটা সিনেমা দেখে হয়ত বিশেষ বোঝা নাও যেতে পারে, সেকথাও বলেছেন তিনি। তবে এমন দৃশ্য করার সময় মোটেও ক্যামেরার সামনে সাবলীল ছিলেন না বলে দাবি করেছেন তিনি।

করণ জোহরের চ্যাট শো-য়ে সোনাক্ষীকে ইত্তেফাক-এর এ উত্তেজক দৃশ্য নিয়ে প্রশ্ন করা হলে সোনাক্ষী জানান, সকলের একটা আলাদা জায়গা থাকে। কোনও একটা দৃশ্য করতে অসুবিধা হয়। আমার কাছে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা বেশ অস্বস্তিকর।

১৯৬৯ সালের ক্লাসিক সিনেমা ইত্তেফাক থেকেই অনুপ্রাণিত এই সিনেমাটি। পুরনো সিনেমাটিতে ছিলেন সুপারস্টার রাজেশ খান্না, নন্দা ও ইফতিখার। নতুন সিনেমাটির প্রযোজনা করেছে শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ ও করণ জোহরের সংস্থা ধর্মা প্রোডাকশন।

এ জাতীয় আরও খবর