ভারতে রাম রহিম ও হানিপ্রীতের নামে গাধা বিক্রি!
অনলাইন ডেস্ক : ধর্ষণের দায় কাধে নিয়ে জেল খাটছেন ধর্ষক গুরু গুরুমিত রাম রহিম সিং। আর গুরুকে সহায়তাসহ বেশ কয়েকটি অভিযোগে জেলে রয়েছেন হানিপ্রীতও।
তাদের নিয়ে প্রতিনিয়তই নিত্য নতুন খবর পরিবেশিত হচ্ছে। এবার মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর বার্ষিক গাধা মেলায় রাম রহিম ও হানিপ্রীতের নাম দেওয়া একজোড়া গাধা বিক্রি হয়েছে। মূল্য ধরা হয়েছে ১১ হাজার টাকা!
কোন জাত, বংশ, শারীরিক কাঠামো কেমন, সেই মাপকাঠিতেই গাধার দাম ঠিক হয় মেলায়। তবে বিক্রেতারা সাধারণত তাঁদের গাধাগুলিকে বাজারে চালু, জনপ্রিয় বিষয়ের নামে নামকরণ করতে ভালবাসেন। যেমন কিছু ব্যবসায়ী তাদের গাধার নাম রেখেছিলেন ‘জিএসটি’, ‘সুলতান’, ‘বাহুবলী’, ‘জিও’। গাধা দুটি কিনেছেন রাজস্থানের এক ব্যবসায়ী।