বিরাট-আনুশকার দুঃসময়ে জহির খান
বিনোদন ডেস্ক : চুটিয়ে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। কিছুদিন আগে তাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে এমন খবরও চাউর হয়েছিল।
সম্পর্ক টানাপোড়েন থাকবে সেটাই স্বাভাবিক। একবার তাদের সম্পর্কের খুব দুঃসময়ে এগিয়ে এসেছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার জহির খান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন বিরাট কোহলি। এ সময় তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার নেপথ্য কাহিনি শেয়ার করতে গিয়ে বিরাট বলেন, ‘একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে প্রথম আনুশকার সঙ্গে দেখা হয়। তারপর আমাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইংল্যান্ড সিরিজে আমার খারাপ পারফরম্যান্স হওয়ার কারণে আনুশকাকে নিয়ে ট্রল করা হয়। আমাকে দর্শকরা এমনও বলেছিলেন, প্রফেশনাল ট্যুরে বান্ধবীকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই। তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন আমাদের এই সম্পর্ককে ঠিক রাখতে এগিয়ে এসেছিলেন জহির খান।’
জন্মদিন উপলক্ষে দেয়া এ সাক্ষাৎকারে বিরাট আরো বলেন, ‘‘আনুশকার বিষয়ে আমি প্রথম জহিরের সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিল, ‘সম্পর্ক হলে তা লুকোনোর কোনো প্রয়োজন নেই। কারণ এটা তো অপরাধ নয়। এই পরামর্শের জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ।’’