‘হারিরির পদত্যাগ সৌদি-মার্কিন-জায়নিস্ট ষড়যন্ত্র’
আন্তর্জাতিক ডেস্ক :ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমী মন্তব্য করেছেন, লেবানিজ নেতা হারিরির পদত্যাগের ঘটনা সৌদি-মার্কিন-জায়নিস্ট ষড়যন্ত্রের ফসল। স্থানীয় সময় শনিবার সা’দ হারিরির সৌদি আরব থেকে পদত্যাগের কয়েক ঘন্টা পরেই এসব কথা বলেন তিনি।
মধ্যপ্রাচ্যজুড়ে নতুন কোনো উত্তেজনা ছড়াতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করছে ইরান। তাদের মতে, বিশেষ কোনো দেশের মাটিতে গিয়ে পদত্যাগ করাটা অস্বাভাবিক কিছুরই ইঙ্গিত দেয়। যেহেতু আইএস সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্য থেকে নিজেদের প্রায় গুটিয়ে নিয়েছে, তাই মার্কিন-জায়নিস্ট অপশক্তির প্রয়োজন নতুন কোনো সংঘাত।
পাশাপাশি ইরান আশা প্রকাশ করে, হয়ত লেবাননের সচেতন জনগণ তাদের দেশে সম্ভাব্য সব ষড়যন্ত্র রুখে দেবে। সূত্র: প্রেস টিভি