রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবে। বিএনপি সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত সমাবেশ করবে আগামী ৮ নভেম্বর।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।

তিনি জানান, সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

ভোটারবিহীন সরকারের পতন ছাড়া জাতি পরিত্রাণ পাবে না বলে মন্তব্য করে রিজভী বলেন, তাদের কুশাসন অব্যাহত থাকলে একের পর এক জঘন্যতম অধ্যায় রচিত হবে।

তিনি বলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। ক্ষমতাসীন দলের স্তরে স্তরে বিরাজ করছে আদিম বর্বরতা। বিএনপি চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর ওপর চলছে মিথ্যা মামলা দায়েরের হিড়িক। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১/১১ এর সময় ১৫টি মামলা মন্ত্র বলে অদৃশ্য হয়ে যায় আর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে অভিন্ন মামলাসহ প্রতিনিয়ত মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে নির্মমভাবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ বিএম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এক অনুষ্ঠানে রিজভী বলেন, জনতার ঢল দেখে মনের জ্বালা মেটানোর জন্য ফেনীতে সরকারের লেলিয়ে দেয়া বাহিনী গণমাধ্যমের গাড়িসহ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে। তাদের মনের জ্বালা তো মেটাতে হবে, কারণ ফেনী হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীর একটি বড় ফ্যাক্টরি। সেখানে অনেক হাজারীদের জন্ম হয়। ওরা নিজেদের মধ্যেই মারামারি করে প্রতিপক্ষকে জ্বালিয়ে পুরিয়ে দেয়।’

গণমাধ্যমের গাড়িতে হামলা করে আওয়ামী লীগ বেকায়দায় পড়ে গেছে এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, সন্ত্রাসীদের কাছে কোন কিছুর সম্মান থাকে না। তাই তারা গণমাধ্যমের গাড়িতেও হামলা চালিয়েছে। যার ফলে আওয়ামী লীগের কোন মিথ্যাচার এখন ধোপে ঠিকছে না।

এ জাতীয় আরও খবর

বাসায় ফিরেছেন জাহিদ হাসান

আপনার ত্বকের কেমন ফেস মাস্ক দরকার

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান বাবু

নবীনগরে সার্বজনীন গ্রুপের ‘ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

গণপরিবহন সংকটে বেকায়দায় ঈদ ফেরত যাত্রীরা

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত: প্রেস সচিব

রেকর্ড ভাঙা দামে রিয়ালে আর্জেন্টাইন মিডফিল্ডার

জাফলংয়ে বাধার সম্মুখীন ২ উপদেষ্টার গাড়িবহর

পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জামায়াতের প্রশ্ন