নবীনগরে নৌকাডুবে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াল শিক্ষা প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকাডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল শনিবার বিকেলে বীরগাঁও স্কুল ও কলেজের গভর্নিং বডির এক সভায় সিদ্ধান্ত হয় যে, নাদিরা ও সোনিয়ার পরিবারকে নগদ ৩০ হাজার টাকা করে, অসুস্থ সাত পরীক্ষার্থীকে ১০ হাজার টাকা করে দেয়া হবে।
এছাড়া তাদের নামে ওই প্রতিষ্ঠানে একটি পাঠাগার স্থাপন করা হবে।
গভর্নিং বডির সহ-সভাপতি প্রকৌশলী আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাজির হোসেন. গভর্নিং বডির সদস্য মো. জহির রায়হান, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মোস্তফা আল-মামুন, মেরিনা বেগম, শাহীনুর বেগম, শাহজাহান মিয়া, জিয়াউর রহমান। গভর্নিং বডির সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সভা শেষে জহির রায়হান জানান, সভার শুরুতে মারা যাওয়ারদের জন্য শোক প্রস্তাব গ্রহন করা হয়। সভায় প্রতিষ্ঠানের উদ্যোগে দোয়া মাহফিল করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের তহবিল থেকে অনুদান দেয়ার পাশাপাশি এলাকার বিত্তবানদের কাছ সংগ্রহ করে মারা যাওয়াদের পরিবারকে অনুদান দেয়া হবে।