ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭০০ অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭০০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এসময় ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে যে ২৩টি মৃতদেহ উদ্ধার করেছে এর মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কিনা এখনো তা নিশ্চিত নয়। তবে এই অভিযানে উদ্ধারকৃত ৭০০ জন অভিবাসীর মধ্যে বাংলাদেশি রয়েছেন।
ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান জানান, এখন পর্যন্ত যেসব রিপোর্ট পাওয়া গেছে, তাতে কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর নেই। ইতালির কোস্টগার্ড শুক্রবার দক্ষিণের রেজ্জিও কালাব্রিয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি বোট থেকে ৭০০ অভিবাসীকে উদ্ধার করে।
এদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইতালি যাচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, লিবিয়া, আলজেরিয়া, মিশর, মরক্কো, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সাহারান আফ্রিকা ও লেবাননের নাগরিক। ভোয়া বাংলা