যৌথ প্রযোজনার আরো দুই ছবিতে শাকিব খান
বিনোদন প্রতিবেদক : প্রযোজনায় নির্মিত অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি পরিচালিত ‘চালবাজ’ ছবির দ্বিতীয় লটের শুটিং শেষ করে দেশে ফিরেছেন শাকিব খান। এরমধ্যে শোনা গেলে নতুন খবর। এই নায়ক যৌথ প্রযোজনার আরো দুইটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সেগুলোর কাজও খুব শীঘ্রই শুরু হবে বলে জানা যায়। ছবি দুইটি নির্মাণ করবেন ‘চালবাজ’-এর নির্মাতা অনন্য মামুন।
ছবি দুটি সম্পর্কে মামুন গো নিউজকে বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। ‘চালবাজ’-এর শুটিং শেষ হলেই নতুন দুই ছবির কাজ শুরু করবো। এই ছবি দুইটিও যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এখন এর বেশি কিছুই জানাতে চাই না। শাকিব ভাইয়ের বিপরীতে এই দুই ছবিতেও চমক থাকবে ইনশাআল্লাহ।’
অন্যদিকে ঢাকাই ছবির শীর্ঘ এই নায়ক এখন ব্যস্ত রয়েছেন শাপলা মিডিয়ার বেশ কয়েকটি ছবির কাজে। দু’একদিনের মধ্যে তিনি আবারো দেশের বাইরে যাবেন বলে খবর রয়েছে।
উল্লেখ্য, ‘চালবাজ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করছেন টালিগঞ্জের নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। প্রথম লটে ছবিটির শুটিং হয়েছিল লন্ডনের বিভিন্ন লোকেশনে।