নাসিরনগরে ৪০০ জন কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : সরিষা প্রণোদনা কর্মসূচীর ২০১৭-১৮ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল গফুর,উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম,আসাদুজ্জামান মিয়া,এমদাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।
বীজ বিতরণ অনুষ্ঠানে ১৩টি ইউনিযনের ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।