সাদা টুপিতে স্বাক্ষর করে সম্পর্ক ‘মজবুত’ করলেন ট্রাম্প-অ্যাবে
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানি প্রেসিডেন্ট শিনজো অ্যাবে সাদা রঙের টুপিতে স্বাক্ষরের মাধ্যমে আরও জোরদার সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। টুপিতে লেখা ছিল ‘ডোনাল্ড অ্যান্ড শিনজো মেইক অ্যালায়েন্স ইভেন গ্রেটার’।
দুই দিনের জাপান সফর শেষে ক্রমান্বয়ে ট্রাম্প দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপিন্স সফরে যাবেন। ট্রাম্পের এশিয়া সফর ১২ দিন স্থায়ী হবে। গত ২৫ বছরের মধ্যে এটা হচ্ছে ক্ষমতাসীন (সিটিং) কোনো মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘতম এশিয়া সফর।
এর আগে ১৯৯২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র বুশ) এত দীর্ঘ সময়ের জন্য অঞ্চলটি সফরে এসেছিলেন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে কোরীয় উপদ্বীপে বিরাজমান চড়া উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। অঞ্চলটির নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতে তাই স্বাভাবিকভাবেই উত্তর কোরিয়া ইস্যু ও বাণিজ্য সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।