পাবনায় বাস-নসিমন সংঘর্ষে নিহত ২
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় আজ বাস ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত এসআই নিখিল চন্দ্র কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী থেকে রাব্বী পরিবহনের একটি বাস পাবনা যাচ্ছিল। পথিমধ্যে টেবুনিয়ায় বিপরীতমুখী নসিমনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতেদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।
এসআই নিখিল চন্দ্র কালের কণ্ঠকে বলেন, বাস ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।