সিদ্ধার্থ-আলিয়ার ব্রেকআপ রুখে দিলেন করন
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। তাদের ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। প্রেম, ব্রেকআপসহ নানা কারণে প্রায়ই আলোচনায় আসে এ জুটি। যদিও প্রেমের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন তারা।
কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, প্রেমের সম্পর্কের ইতি টানছেন সিদ্ধার্থ-আলিয়া। তবে দীপাবলির পার্টিতে ও সম্প্রতি শাহরুখ খানের জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সেই গুঞ্জনের ইতি টানেন তারা। কিন্তু জানেন কী, এ জুটির সম্পর্ক জোড়া লাগানোর পেছনে কার অবদান?
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থ-আলিয়া জুটি ফের একত্রিত করেছেন করন জোহর। সম্প্রতি এ জুটির সঙ্গে আলোচনায় বসেছিলেন করন। তিনি সিদ্ধার্থ-আলিয়াকে বুঝিয়েছেন, পরস্পরকে আরেকবার সুযোগ দিতে। এ নির্মাতার স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তারা। করনকে নিজেদের মেন্টর বলেও মনে করেন এ জুটি। আর সিদ্ধার্থ-আলিয়া এখন তার কথা মতোই চলছেন।