শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ‘শীর্ষস্থানে’ বাংলাদেশ

news-image

বিনোদন ডেস্ক : চীনে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ এর ৬৭তম ফাইনাল পর্ব। বিশ্বের ১২০টি দেশ থেকে সুন্দরীরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। আর সেখানে দেশের প্রতিনিধিত্ব করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ চ্যাম্পিয়ন‘জেসিয়া ইসলাম। বুধবার রাতে চীনের এক হোটেলে মিস ওয়ার্ল্ডের ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়েছেন জেসিয়া।

তবে প্রতিযোগিতার ফল এখনও জানা যায়নি। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ প্রাপ্ত ফল থেকে খুঁজে নেওয়া হবে শীর্ষ ৪০ প্রতিযোগীকে। ১২০ দেশের প্রতিযোগীকে মোট ২০টি দলে ভাগ করা হয়েছে। জেসিয়া আছেন গ্রুপ সিক্সে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন কানাডা, ইথিওপিয়া, বটসওয়ানা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীরা। কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে।

এই প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি ‘দ্য গ্রেট প্যাজেন্ট কমিউনিটি ডট কম’ নামক একটি অনলাইন সংস্থা গণভোটের আয়োজন করেছে। সেখানে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ অংশ নিয়ে নিজের পছন্দের সুন্দরীকে ভোট দিতে পারবেন। এই গণভোটে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ, ভোট দেয়া যাবে যতো খুশি তত।

এই অনলাইন সংস্থাটি [https://thegreatpageantcommunity.com/2017/10/04/vote-miss-world-2017-win/] উল্লেখ করেছে – ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’তে কোন দেশ নির্বাচিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আর এরই মধ্যে অনলাইন ভোটে বাংলাদেশ চলে এসেছে ১ম অবস্থানে। আর সে বিবেচনায় দর্শকদের ভোটে অনলাইনে এবার বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হলেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। মূল প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচনের আগে অনলাইন জরিপে জেসিয়ার চ্যাম্পিয়ন হওয়াটাও অনেক বড় অর্জন বলে মনে করেন মিস ওয়ার্ল্ডের বাংলাদেশের ফলোয়াররা। তাদের প্রত্যাশা বিশ্বের ১২০ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রকৃতই মিস ওয়ার্ল্ড নির্বাচিত হবেন জেসিয়া।

চূড়ান্ত পর্বে ফলাফল যাই হোক না কেন, আসুন অনলাইন ভোটে অন্তত চ্যাম্পিয়ন হোক বাংলাদেশ, আর সেরা সুন্দরী জেসিয়া।

এবার প্রতিযোগীদের ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ এবং ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগে লড়তে হবে।

১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। ওইদিন নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

https://youtu.be/r_OR32isG5g

এ জাতীয় আরও খবর

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত ৬৫

বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে