রাজকে ছাড়াই বার্থ ডে সেলিব্রেট শুভশ্রীর
বিনোদন ডেস্ক : অন্যান্য সেলেবদের মতো ঢাকঢোল পিটিয়ে জন্মদিনের প্রচার পছন্দ নয় তাঁর। তাই জন্মদিনটা মা ও পরিবারের সঙ্গেই সেলিব্রেট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
তবে অবশ্য শুক্রবার শুভশ্রীর জন্মদিনে এসেছিলেন তাঁর বর্ধমানের কিছু বন্ধুবান্ধব। পরেছিলেন মায়ের কিনে দেওয়া জামা।
ছোটবেলা থেকে জন্মদিনে কেক কেটে সেলিব্রেট করেন, এবারও তার অন্যথা হলো না। পেয়েছেন বেশকিছু গিফট। নিজের বার্থ ডে সেলিব্রেশনের ছবি ও ভিডিও সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন শুভশ্রী।
প্রসঙ্গত, কিছুদিন আগে পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক আপ হয়েছে শুভশ্রীর। ব্রেক আপের পর এটা শুভশ্রীর প্রথম জন্মদিন। সোশ্যাল সাইটে তাই অনেক সেলেবই শুভশ্রীকে বার্থ ডে উইশ করলেও রাজ চক্রবর্তীকে উইশ করতে দেখা যায়নি।