শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‌‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ চ্যাম্পিয়ন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে। আন্তর্জাতিক পানি সপ্তাহে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে তিনি এ মন্তব্য করেছেন। নেদারল্যান্ডের বাংলাদেশে দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নেদারল্যান্ডের অ্যামস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি সপ্তাহে (৩০ অক্টোবর-৩ নভেম্বর ২০১৭) বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য দেশসমূহ এবং ডেল্টা কোয়ালিশনের সদস্য দেশসমূহের কাছে পানি ও ডেল্টা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের ‘শেরপা’ হিসেবে কৌশলগত ডায়ালগে সুরাইয়া বেগমের যোগদান অনুষ্ঠানে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। ডায়লগে সুপেয় পানি নিশ্চিত করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির প্রতি আলোকপাত পূর্বক উন্নত স্যানিটেশন ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ ছাড়া নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলে দেশটির বিভিন্নভাবে সম্পৃক্ততার বিষয়ে বিশেষ করে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সহযোগিতায় পানি মূল্যায়ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় এবং পানি মূল্যায়ন উদ্যোগ পরীক্ষা, উন্নয়ন এবং বাস্তবায়নে নেদারল্যান্ডের সম্পৃক্ততার প্রস্তাব করেন সুরাইয়া বেগম।

photo

ডাচ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, প্রতিশ্রুতি এবং সামাজিক উন্নয়নে গৃহীত নানাবিধ ব্যবস্থার বিষয়ে তার নিবিড় আগ্রহের কথা ব্যক্ত করে বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ড সরকারের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

পরে আন্তর্জাতিক পানি সপ্তাহের পাশাপাশি নেদারল্যান্ডের অবকাঠামোগত এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় অংশগ্রহণকারী প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

photo

উল্লেখ্য, জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের ‘শেরপা’ বৈঠকে সিনিয়র সচিব সুরাইয়া বেগম ‘পানি এবং স্যানিটেশন’ বিষয়ে বাংলাদেশের ভূমিকা ও অগ্রগতি তুলে ধরছেন। শেরপা সদস্যদের অন্যান্য উদ্যোগের পর্যবেক্ষণ এবং গ্রহণেও বাংলাদেশ প্রতিনিধিদল কার্যকরী ভূমিকা রাখছে।

এ জাতীয় আরও খবর

ডিম-পেঁয়াজ-আলুর দাম কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়

স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ: আমীরে জামায়াত

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: উপদেষ্টা নাহিদ

কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না আ. লীগ

শান্তিতে নোবেল জয়ে নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানাল ড. ইউনূস

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ

পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ

ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার

‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান

ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও