এশিয়ায় ‘ম্যারাথন সফর’ শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক : এশিয়া মহাদেশে ১১ দিন ব্যাপী পূর্বনির্ধারিত সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ এ সফরে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফর করবেন।
গত ২৫ বছরের মধ্যে এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ এশিয়া সফর। ট্রাম্পের সফরসঙ্গী হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া। তারা প্রথম যাত্রাবিরতি করেছেন হাওয়াইয়ে। সেখানে ট্রাম্প প্রতিরক্ষা বাহিনীর একটি ব্রিফিংয়ে অংশ নেন। পার্ল হারবারের আরিজোনা মেমোরিয়ালও পরিদর্শন করবেন ট্রাম্প মেলানিয়া। এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হামলা চালিয়েছিল জাপান। হাওয়াই থেকে ট্রাম্প সোজা চলে যাবেন জাপানে। সেখান থেকে দক্ষিণ কোরিয়ায়। সূত্র : বিবিসি