শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষনায় চমক দেখালেন কোচ

news-image

স্পোর্টস ডেস্ক :ফুটবল ক্লাব জুভেন্টাসের হয়ে ছন্দ ফিরে পেয়েছেন গনসালো হিগুয়াইন। কিন্তু হোর্হে সাম্পাওলির নজর কাড়তে পারেননি। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার সময়টায় আর্জেন্টিনা কোচ ইউভেন্তুসের এই স্ট্রাইকারকে ফেরাননি জাতীয় দলে।

রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল আগেই ঘোষণা করেছিলেন সাম্পাওলি। বৃহস্পতিবার দলে আরও কয়েকজন যোগ করলেও বিবেচনা করেননি হিগুয়াইনকে।

লিওনেল মেসির নৈপুণ্যে একুয়েডরকে হারিয়ে সব শঙ্কা দূর করে রাশিয়া বিশ্বকাপে সরাসরি ওঠে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন দল গুছিয়ে নিচ্ছেন সাম্পাওলি।

ইউভেন্তুসের হয়ে গত তিন ম্যাচে চার গোল করেছেন হিগুয়াইন। সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে গত সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে খেলেছিলেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। এরপর আর সুযোগ হয়নি আর্জেন্টিনার হয়ে খেলার।

 

বোকা জুনিয়র্সের উইঙ্গার ক্রিস্তিয়ান পাভন প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্জেন্টিনার ঘরোয়া লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা)

ডিফেন্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), এমিলিয়ানো ইনসুয়া (স্টুটগার্ট)

মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও (বেনফিকা), এভার বানেগা (সেভিয়া), মার্কোস আকুনিয়া (স্পোর্তিং), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি), এমিলিয়ানো রিগোনি (জেনিত এফসি), মাতিয়াস ক্রানেভিত্তার (জেনিত এফসি), আলেহান্দ্রো গোমেস (আতালান্তা), দিয়েগো পেরোত্তি (রোমা), এনসো পেরেস (রিভারপ্লেট), ফের্নান্দো বেলুস্কি (সান লরেন্সো)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), মাউরো ইকার্দি (ইন্টার), আনহেল দি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (ইউভেন্তুস), ক্রিস্তিয়ান পাভেন (বোকা জুনিয়র্স), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স)।

আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ চার দিন পর।

এ জাতীয় আরও খবর

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি নিয়ে ৪ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

স্লোগানে মুখরিত ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত কর্মীদের ঢল

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের যেসব নির্দেশনা জামায়াতের

কমপ্লিট শাটডাউনে দ্বিতীয় দিন নিহত ৬৭, কারফিউ জারি

কক্সবাজার থেকে শুরু চট্টগ্রাম বিভাগে এনসিপির পদযাত্রা

জামায়াতের সমাবেশ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফাইনালে রংপুরের হার, চ্যাম্পিয়ন গায়ানা

‘এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক’

চাঁদের মাটিতে টিকে থাকতে পারে প্রাণ

বিএনপিকে খেপিয়ে সমন্বয়করা কীভাবে মাঠে টিকে থাকবেন, প্রশ্ন ইলিয়াসের

লস অ্যাঞ্জেলসে পুলিশ স্থাপনায় বিস্ফোরণ, নিহত ৩