ডেইজির দিনকাল
বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী ডেইজি শাহ। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত এ অভিনেত্রী। কোরিওগ্রাফার হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তীতে মডেলিং শুরু করেন। বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা যায় তাকে। এরপর নাম লেখান চলচ্চিত্রে।
ডেইজি অভিনীত একাধিক ভাষার বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এসব চলচ্চিত্রে কখনো অতিথি চরিত্র কখনো বা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। আইটেম কন্যা হিসেবেও হাজির হয়েছেন রুপালি পর্দায়। বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘রেস’। নির্মিত হচ্ছে এ সিরিজের পরবর্তী সিনেমা ‘রেস-থ্রি’। সালমান খান অভিনীত এ সিনেমায় তাকেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে খবরে উঠে এসেছিলেন ডেইজি। গত বছর সালমান খানের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর চাউর হয়েছিল। এছাড়া ‘হেট স্টোরি থ্রি’ সিনেমায় রগরগে দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন ডেইজি।