বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলিয়ার শরীরে সিদ্ধার্থের পোশাক!

news-image

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনয়শিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। স্টুডেন্ট অব দি ইয়ার সিনেমার মধ্য দিয়ে একইসঙ্গে বলিউডে পথ চলা শুরু করেন তারা। সেই সময় থেকেই এ দুজনকে ঘিরে বলিপাড়ায় চলছে প্রেমের গুঞ্জন। যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন সিদ্ধার্থ-আলিয়া।

কয়েকদিন আগে গুঞ্জন ওঠে আলিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টেনে জ্যাকলিন ফার্নান্দেজের প্রেমে মজেছেন সিদ্ধার্থ। অ্যা জেন্টলম্যান সিনেমার শুটিংয়ের সময় থেকেই সিদ্ধার্থ-জ্যাকলিনের ঘনিষ্ঠতার সূচনা। এমনকি এ নিয়ে আলিয়ার সঙ্গে মনোমালিন্য চলছে জ্যাকলিনের। যদিও পরবর্তীতে কিক অভিনেত্রী জানিয়েছেন, সিদ্ধার্থ শুধুই তার বন্ধু। অন্যদিকে আলিয়ার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সকল গুঞ্জনের অবসান ঘটান জ্যাকলিন। এছাড়া দীপাবলীর একটি পার্টিতে সিদ্ধার্থ-আলিয়াকেও একসঙ্গে দেখা যায়।

 

 

এদিকে গতকাল ছিল বলিউড কিংখ্যাত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত একটি পার্টিতে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ-আলিয়া। পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে বন্দিও হন তারা। তবে সবকিছু ছাড়িয়ে আলোচনায় আলিয়ার পরনের টি-শার্ট। শাহরুখের জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে আলিয়ার পরনে ছিল সাদা-কালো স্ট্রাইপ টি-শার্ট এবং তার ওপরে একটি জ্যাকেট। কিন্তু একই রকম টি-শার্ট আগের দিন পরে ছিলেন সিদ্ধার্থ। নির্মাতা ফারাহ খানের সঙ্গে সেটি পরে ইনস্টাগ্রামে ছবিও প্রকাশ করেন এ অভিনেতা। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা।

যদিও অনেকেই মনে করছেন আলিয়া যে টি-শার্ট পরেছেন তা সিদ্ধার্থের নাও হতে পারে। কারণ তাদের পোশাকের মাপ এক নয়। তবে সেদিক থেকেও কিছুটা সন্দেহ থেকেই যায়। কারণ আলিয়া যে টি-শার্ট পরেছিলেন তা তার শরীরের মাপের তুলনায় বড়। এছাড়া এটি তার শরীরের সঙ্গে মানানসই নয় বলেও মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু