বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েটের রাস্তা বন্ধের প্রভাব পড়ছে ঢাবি ক্যাম্পাসে

news-image

নিজস্ব প্রতিবেদক : বুয়েট ক্যাম্পাসের সামনের রাস্তায় গণপরিবহণ চলাচল বন্ধ করে দেয়ায় এর প্রভাব পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। ফলে টি.এস.সিসহ পুরো ঢাবি ক্যাম্পাসে ইদানিং ব্যাপক যানজট দেখা যায়।

ঢাবি শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গত অক্টোবর মাসের ২৭ তারিখে ঢাবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চানখাঁরপুল ও পলাশীকে যুক্ত করা রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়া রাস্তায় গণপরিবহন বেড়ে যাওয়ায় যানজট দেখা দিচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বুয়েটের মধ্য দিয়ে চানখাঁরপুল ও পলাশীকে যুক্ত করা রাস্তাটি বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে কোনো গণপরিবহন চলতে দেয়া হচ্ছে না। কিছু ব্যক্তিগত গাড়িকে কর্তৃপক্ষের বিশেষ অনুমতির পর চলতে দেওয়া হচ্ছে।

এতে ওই পথে দিয়ে চলাচলকারী বাস, লেগুনা ও অন্য যানবাহনগুলো বিকল্প হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের রাস্তায় চলতে বাধ্য হয়। ফলে কার্জন হল, শহীদ মিনার, ফুলার রোড ও পলাশী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ঢাবি ক্যাম্পাসের যানজট সম্পর্কে জানতে চাইলে ঢাবির নবনির্বাচিত প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিবার্তাকে জানান, ঢাবির যানজটে আক্রান্ত রাস্তাগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। এটি সিটি কর্পোরেশনের ভাববার কথা। তারপরেও তিনি বিষয়টিকে খুব দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য যে, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবির শিক্ষার্থীরা গত ১ নভেম্বর প্রক্টর কার্যালয় ঘেরাও করলে ঢাবি প্রক্টর বিষয়টি অতিদ্রুত সমাধান করবেন, এ আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। শিক্ষার্থীরা ও অতিদ্রুত প্রক্টরের আশ্বাস বাস্তবায়ন না হলে আবার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু