ভারতীয় ক্রিকেট জানেও না ধোনি কত বড় সম্পদ: গিলক্রিস্ট
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। তিনিই প্রথম প্রমাণ করেন, ঝড়ো ব্যাটিংয়ে উইকেটকিপারও হতে পারে ম্যাচ উইনার।
এরপর তার উত্তরসূরি হিসেবে ধোনি সেটাকেও আরও উচ্চ শৃঙ্গে নিয়ে যান। ভারতীয় ক্রিকেট অনেক সময় বুঝতেও পারে না ধোনির কাছ থেকে তারা কতটা লাভবান হচ্ছে। ভারতে গিয়ে সম্প্রতি এমন মন্তব্যই করলেন সাবেক অজি তারকা।
গিলক্রিস্ট বলেছেন, ‘আমার মনে হয় ভারতীয় দল যতটা ভাবে, তার চেয়েও বেশি উপকৃত হয় ধোনির কাছ থেকে। তারা জানেও না ধোনি কত বড় সম্পদ। ওকে আশেপাশে পাওয়াটাই বড় লাভ। আমি সত্যিই জানি না, ড্রেসিংরুমে সকলে ঠিক মতো বুঝতে পারে কি না ওর মূল্যটা। যে শান্ত আবহাওয়া ও ড্রেসিংরুমে নিয়ে আসে, তার মূল্য বলে বোঝানো যাবে না। ‘
গিলক্রিস্ট মনে করেন, ‘ধোনি এখনও ৩ থেকে ৭ যে কোনো পজিশনে ব্যাট করার উপযুক্ত।
ধোনির বৈচিত্র দেখে আমি মুগ্ধ। ও থাকার জন্য এই ভারতীয় দল অনেক বেশি বিকল্প পেয়ে যাচ্ছে। গোটা ক্যারিয়ার জুড়েই ও ভারতীয় দলের গভীরতা বাড়িয়ে গেছে। ‘
গিলক্রিস্ট এতটাই ভরসা রাখছেন ধোনির উপরে যে, তিনি সাম্প্রতিক স্কোরবোর্ডের দিকেও তাকাতে নারাজ। ‘আমি জানি না, গত ১২ মাসে ধোনির পরিসংখ্যান কী? আমি যেটা জানি সেটা হচ্ছে, ধোনির মত ক্রিকেটার কখনও দলের ব্যর্থতার কারণ হতে পারে না। ওর মতো ক্রিকেটার কখনও দলের বোঝা হতে পারে না। যখনই ওকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা ও করে দেখিয়েছে। ‘
২০১৯ বিশ্বকাপের এখনও দেরি আছে। ধোনিকে নিয়ে নানা আলোচনা চলছেই। কারও কারও মত, ঋষভ পান্থের মতো তরুণদের সুযোগ দিয়ে দেখা উচিত। গিলক্রিস্ট কিন্তু অতটা নিশ্চিত হতে পারছেন না যে, ধোনিকে সরানোর মতো কোনো প্রতিভা ভারতে এই মুহূর্তে এসে গেছে কি না। বলছেন, ‘সরে যাওয়ার সময় হলে ধোনি নিজেই সেটা বুঝবে। ২০১৯ বিশ্বকাপ খেলার মতো খিদে আর দায়বদ্ধতা আছে কি না, সেটা সেই ভালো বুঝতে পারবে। তবে টিমে ভারসাম্য রাখতে ধোনির মতো ক্রিকেটার দরকার। ‘