নাসিরনগরে “জেলহত্যা দিবস” উপলক্ষে শোকর্যালী
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ জেলহত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটি এম মনিরুজ্জামান সরকারের নেতৃত্বে উপজেলা সদরের একটি শোক র্রলী বের হয়। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খাজিউর রহমান মোল্লার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, গুনিয়াউক ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ছামদানি পিয়ারু ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব,সাবেক প্রচার সম্পাদক মীর বশির আহমেদ, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাশেদ চৌধুরী , সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী ,কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ভূঁইয়া, যুবলীগ নেতা জানে আলম ভুইয়া সায়েম,শংকর দেবনাথ, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম প্রমূখ।