বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেদিনের কোহলিই আজকের কোহলি, বললেন নেহরা

news-image

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার দিন বিরাট কোহলির সঙ্গে তোলা সেই ঐতিহাসিক ছবিটি নিয়ে কথা বলেছেন ভারতীয় পেসার আশিস নেহেরা। এবং ছবিটি ভাইরাল হওয়ার পেছনে কোহলিকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।

নেহেরা অবসরের ঘোষণা দিয়েছিলেন গত অক্টোবরে। প্রথম টি-২০তে নিউজিল্যান্ডকে হারিয়ে তার আনুষ্ঠানিকতা শেষ করেন। আবেগাপ্লুত নেহরা বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। তারপরও ছবিটি ভাইরাল হয়ে যায়। এর কারণ অবশ্যই আজকের কোহলি। অন্যথায় ছবিটি শুধুমাত্র ছবিই থাকতো।’

নেহেরা আরো বলেন, ‘১৩ বছর আগে ছবিটি তোলা হয়। তখন কেউ এটি নিয়ে কথা বলেনি। এখন সেই বিরাট কোহলি এই জায়গায় এসেছে বলেই কথা হচ্ছে।’

নেহেরার বিদায়ী ম্যাচটি জিততে হলে নিউজিল্যান্ডকে টপকাতে হতো রানপাহাড়। কোহলিরা সেটা হতে দেননি। ভারতের করা ২০২ রানের জবাবে ১৪৯ রানে থেমে যায় কিউইরা। নেহেরা ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে উইকেটহীন।

ভারতের হয়ে নেহেরার আন্তর্জাতিক অভিষেক হয় মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে, ১৯৯৯ সালে। দেশের জার্সিতে খেলেছেন ১৭টি টেস্ট, ১২০টি একদিনের ম্যাচ এবং ২৭টি টি-টুয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ৪৪, ওয়ানডেতে ১৫৭ ও ছোট ফরম্যাটে ৩৪টি উইকেট আছে তার।
নেহেরা জানান, কিশোর বিরাটের সঙ্গে ওই ছবিটি ১৩ বছর আগে তোলা হয়। কোনও এক স্কুল টুর্নামেন্টের ফাইনালে কোহলির হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন তিনি।

সেই কোহলি বিদায় বেলায় নেহেরার হাতে স্মারক তুলে দেন। এক যুগ আগের স্মৃতি স্মরণ করে নেহেরা-কোহলি ভাবতেই পারেন, সময় বড় মধুর। সময় কখনো কাছে, আবার কখনো বহু দূরে! ইন্ডিয়াটুডে

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু