মালদ্বীপকে উড়িয়ে বাংলাদেশের জয়
স্পোর্টস ডেস্ক : মিসের পর মিস। মালদ্বীপের রক্ষণভাগ তছনছ করে ফেলার পরেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গোল মিসের মহড়া যখন চূড়ান্ত হতাশায় পরিণত, ঠিক তখনই দলের ত্রাণকর্তা মাহবুবুর রহমান সুফিল। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে সুফিলের গোলেই এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করে শুরু হয়েছিল বাংলাদেশের অভিযান। আজ দ্বিতীয় ম্যাচে আসল কাঙ্ক্ষিত জয়। এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট বাংলাদেশের।
দুশানবের এই ম্যাচে বাংলাদেশ খেলেছে আধিপত্য বিস্তার করেই। বাংলাদেশ গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতমকে কোনো পরীক্ষাই দিতে হয়নি। কিন্তু একচেটিয়া খেললেও গোলটাই কেবল আসছিল না। অবশেষে পরিশ্রমের ফল হিসেবে মিলেছে বহু কাঙ্ক্ষিত জয়সূচক সেই গোল।