বিয়ের পর প্রথম মুখ খুললেন তাসকিন!
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তারসকিন আহমেদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য করেছেন তার ভক্তসহ অসংখ্য মানুষ। ভক্তদের সমালোচনার জবাব দিয়েছেন ক্রিকেটারসহ তাসকিনের অনেক শুভাকাঙ্খী। এ খবর সবারই কমবেশি জানা। তবে নতুন খবর হলো- বিয়ের পর এই প্রথম মুখ খুললেন তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাসকিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের আইডিতে নাঈমার সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, ৭ বছর প্রেমের পর নতুন জীবন শুরু করলাম। ‘
তাসকিনের স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
দুজনের বেড়ে ওঠা একই এলাকায়। প্রথম পরিচয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে। তাসকিনই প্রথমে প্রেমে পড়েছিলেন নাঈমার। তবে শুরুতে বাংলাদেশ দলের সুদর্শন পেসার নাকি পাত্তাই পাননি নাঈমার কাছে। নাঈমার ছোটবোনের জন্মদিনে তাঁদের সম্পর্কটা শুরু হয়। এরপর একে কে কেটে গেছে ৭ বছর।অবশেষে দুজনে গাঁটছাড়া বাঁধলেন।
বছরখানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল অনুষ্ঠিত হয়। তবে বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন। ঢাকায় পা রাখার ১২ ঘণ্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন এই ক্রিকেটার।