কুমিরের ডাকে ঘুম ভাঙলো গ্রামবাসীর!
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের একটি আদিবাসী গ্রামে এক ব্যক্তির ঘুম ভাঙলো অপ্রত্যাশিত অতিথির আগমণে। সে আর কেউ নয়, একটি ১২ ফুট লম্বা কুমির!
দশরথ মাদকামী নামের সেই ব্যক্তি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় ৩ টার দিকে এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় তার। বিষয়টি গ্রামবাসীদের জানাতে এলার্ম বাজান তিনি। সতর্ক সঙ্কেত পেয়ে তারা এসে কুমীরটিকে গাছের সাথে তৎক্ষণাত বেঁধে ফেলে। আতঙ্কিত গ্রামবাসী কুমীরটিকে প্রথমদিকে মেরে ফেলতে চাচ্ছিলো। পরে গ্রামপ্রধানের হস্তক্ষেপে তারা বিরত হয়।
ঘটনাক্রমে সেখানে বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ আসে এবং কুমীরটিকে উদ্ধার করে নিয়ে যায়। সূত্র: বিবিসি