সরাইলে গাঁজাসহ দুই হিজড়া আটক
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার বিশেষ অভিযানে গাঁজাসহ দুই হিজড়া মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন,
সিমী হিজড়া (১৮) স্বামী কাজী রতন মিয়া ও ডায়না হিজড়া (২৪) পিতা আমিরুল ইসলাম ।তাদের বাড়ি ময়মনসিংহ জেলার মালগুদাম এলাকায়।
খাঁটিহাতা পুলিশ জানায়, থানা সংগল্ন বিশ্বরোড মোড় হতে অভিনব কায়দায় ব্যাগের ভিতরে লুকাইয়া বহন কালে গাঁজা সহ তাদের আটক করা হয়।। মাদকের মূল্য ৪০০০০/- টাকা।
খাঁটিহাতা হাইওয়ে (ওসি) মো:ইউনুস মিয়া মাদক আটকের সত্যতা নিশ্চিত করেন ও বলেন, মাদকদ্রব্য নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।