ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার মনিয়ন্দ ইউপির ভরাজাঙ্গাল গ্রামের মাহতাব মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ ধানি জমিতে কাজ করতে গেলে এঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মাহবুব তার বাড়ির পাশ্ববর্তী ধানি জমিতে কাজ করতে গেলে ছিড়ে পরে থাকা বৈদ্যুতিক খুটির তারে স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, নিহত মাহবুবের পরিবার এ ঘটনায় থানায় এসছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।