ঢাবিতে যাত্রা শুরু করলো আশুগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিইউসা’
নিজস্ব প্রতিনিধি : ঢাবিতে যাত্রা শুরু করলো আশুগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিইউসা’ যাত্রা শুরু করল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব আশুগঞ্জ (ডিইউসা)।
বুধবার (৩১ অক্টোবর) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের কার্যালয়ে তার তত্ত্বাবধানে আশুগঞ্জের শিক্ষার্থীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে শুকতারা খানমকে সভাপতি ও মোহাম্মদ আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠনের মধ্য দিয়েই ডিইউসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তাশরিফা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহেদ আল মাহমুদ ও মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ সুমাইয়া আখতার।