খোলামেলা পোশাক বিতর্কে আমিশা
বিনোদন ডেস্ক : অভিনেত্রী আমিশা প্যাটেল। অভিনয়কে কেন্দ্র করে অনেক দিন আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি ভিন্ন ধরনের এক বিতর্কে জড়িয়েছেন আমিশা। ইনস্টাগ্রামে সুন্দরী এ অভিনেত্রীর পোস্ট করা একটি ছবি নিয়ে এ বিতর্ক। অমন আহামরি খোলামেলাও নয় ছবিটি। তাতেই এমন প্রতিক্রিয়া মিলবে, কে জানত!
ওই পোস্টে নিজের কয়েকটি ছবি শেয়ার করে আমিশা লেখেন, সকাল ৭ টায় শুটিং। যে কারণে ভোর ৫ টায় উঠে তৈরি হতে হচ্ছে। ভীষণ ঘুম পাচ্ছে। চাঙ্গা হতে এখন কফি দরকার খুব।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকের ছবি শেয়ারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। অশালীন মন্তব্যের পাশাপাশি কেউ কেউ আবার তার কর্মজীবনের স্থবির অবস্থাকেও খোঁচা দিতে ছাড়েননি। ছবির ক্যাপশন দেখে অনেকের তীর্যক মন্তব্য, আপনার হাতে তো কোনো কাজই নেই। শ্যুটিং কীসের?
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের খোলামেলা পোশাক বিতর্কে জড়ানোর ঘটনা এটা প্রথম নয়। কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সানিয়া মির্জারাও এর আগে এমন বিষয়ে তোপের মুখে পড়েছেন। সূত্র: জিনিউজ।