শাহরুখে মজেছেন সারা
বিনোদন ডেস্ক : সারা সানদেভা। চেক প্রজাতন্ত্রের জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই দেশের সেরা অভিনেত্রী। ১৬ বছরে তার অভিনীত লাইফ ইজ লাইফ ভূয়সী প্রশংসিত।
চেক প্রজাতন্ত্রের এই অভিনেত্রী বলিউড কিং শাহরুখ খানের পাগল ভক্ত না হলেও তার সঙ্গে সিনেমায় অভিনয়ে ব্যাপক আগ্রহী।
গুয়াহাটি চলচ্চিত্র উৎসব উপলক্ষে প্রথমবার ভারত আসেন চেক সুন্দরী। কিন্তু প্রাগে বসেও বলিউডের খবরাখবর রাখা সারার পছন্দের ছবি ‘কুইন’। তিনি কুইনের পরিচালক বিকাশ ভালের সঙ্গে কাজ করতেও ইচ্ছুক।
আর শাহরুখ খানের অভিনয় করা সিনেমার মধ্যে সারার কাছে সবচেয়ে ভালো লেগেছে ‘স্বদেশ’ সিনেমা। সারা বলেন, আমি শাহরুখ খানের পাগল ভক্ত নই। তবে তার বিপরীতে একটি ভারতীয় সিনেমাতে হলেও কাজ করতে চাই।
তিনি বলেন, যে কোনো চরিত্রে অভিনয়ে আমি রাজি আছি। আমার বিপরীতে কে অভিনয় করবেন সেটা কোনো বিষয় না।
ম্যাসিডোনিয়ায় জন্মানো সারা ছোটবেলাতেই চলে আসেন চেক প্রজাতন্ত্রে। ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি। ‘ইউলিস’, ‘লাইফ ইজ লাইফ’, ‘দ্য স্পুকস’-সহ ১০টি ছবিতে অভিনয় করা সারা প্রথম গুয়াহাটি চলচ্চিত্র উৎসবে এসে মুগ্ধ।
লম্বা যাত্রার ধকল ধুয়ে দিয়েছে মানুষের ভালোবাসা, সেলফির আবদার, অভিনন্দন। উৎসবের দ্বিতীয় দিনে নিজের ছবির স্ক্রিনিংয়ের আগে সাক্ষাৎকারে কথা বললেন কম, হাসলেন বেশি।
মাত্র ১৪ বছর বয়সে অটিজম নিয়ে তৈরি টিভি সিরিয়ালে তার আত্মপ্রকাশ। শুরুতেই বিপুল সাড়া ফেলে তার অভিনয়। অটিজম আক্রান্ত বাচ্চা, তাদের বাবা-মা, শিক্ষকদের কাছ থেকে আসে অনেক বার্তা। তখন থেকেই বদলে যায় অভিনয়ের প্রতি কিশোরী অভিনেত্রীর মানসিকতা। বয়স কম হলেও জবাবে গভীরতার ছাপ।
তার কথায়, যশ বা টাকার জন্য নয়, অভিনয় করছি আমার দর্শককে কিছু দেয়ার জন্য। বলিউডে কাজের খুব ইচ্ছে থাকলেও, সারা আপাতত বৃহস্পতিবারই শুটিংয়ের কাজ সারতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। সূত্র: নাগপুরটুডে