শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বউ সামলানোর মন্ত্রটা আমি জানি : সরফরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ নিজেই প্রকাশ করলেন তাদের দুষ্টু-মিষ্টি দাম্পত্য কাহিনী। পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন ক্রিকেটের এই ব্যস্ত সূচিতে খুব একটা খুশি নন তার বউ সৈয়দা খুশবখত শাহ। তবে জাতীয় দলের মত সংসারটাও ভালোই সামলাচ্ছেন পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তানি এ দলপতি বলেন, অবশ্য ঘরের বউকে কীভাবে সামলাতে হয় সেটা আমি জানি। আমি চেষ্টা করি খুশবখতকে খুশি রাখতে। তার জন্য কিছু না কিছু উপহার নিয়ে যেতে চেষ্টা করি।

আপাতত উপহারই খুশি রেখেছে খুশবখতকে। তবে, সময় তো একটু দিতেই হয়। সেই সময়টা ব্যস্ত সূচির মধ্যে বের করে ফেলেন সরফরাজ। শুধু দল সামালালেই হবে? সংসারটা সামলাতে হবে না? ওটাই তো আসল।

এদিকে একের পর এক সিরিজ নিয়ে ব্যস্ত পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু তাদেরও তো পরিবার আছে। জাতীয় দলের অধিনায়ক হিসেবেই তার নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর জঙ্গি আক্রান্ত দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার জোর সম্ভাবনা দেখা দিয়েছে।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক সরফরাজ আহমেদ। বিপিএল খেলতে আসার আগে আবুধাবিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তার দল। এই ব্যস্ত সূচিতে পরিবারকে সময় দেওয়া হয়ে উঠছে না পাক অধিনায়কের। স্ত্রী খুশবখতও খুব একটা খুশি নন স্বামীর ব্যস্ততায়।

সরফরাজ কীভাবে সামলান স্ত্রীকে এরকম প্রশ্নের জবাবেই হয়তো বলেছেন, পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বউকে সবদিক দিয়ে সুখী রাখা । খুশবখত সব সময়ই আমার উপর রেগে থাকে। সে প্রায়ই বলে আমি ঘরে নিজের পরিবারকে সময় দিতে পারি না। তাকে সময় দিতে পারি না। ক্রিকেটের ব্যস্ত সূচিতে এটা আসলেই সম্ভব হয় না।

এ জাতীয় আরও খবর

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত ৬৫

বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে