ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি ,ব্রাহ্মণবাড়িয়া : যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে” ব্রাহ্মণবাড়িয়ায় যুব সমাবেশ ও বর্ণাঢ্য যুব র্যালী জাতীয় যুব দিবস ২০১৭ পালিত হয়েছে। জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আজ বুধবার সকালে স্থানীয় টেংকেরপার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আসাদুজ্জামান।
এছাড়া বিভিন্ন সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।