ওয়াটসনের বিপিএল শেষ, চিন্তায় ঢাকা ডায়নামাইটস
স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে হয়তো সবচেয়ে বড় চমক হতে পারতেন তিনি। প্রচুর অঙ্কে তাকে দলে ভিড়িয়েছিল ঢাকা ডায়নামাইমস। কিন্তু অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের বিপিএল খেলা হচ্ছে না এবার। ঢাকা ডায়নামাইটস তথা বিপিএলের দর্শকদের হতাশ করেছে ওয়া্টসেন ইনজুরি। কাফ মাসলের ইনজুরিতে পড়েছেন বিশ্বের ন্যতম সেরা এ টি-টোয়েন্টি ব্যাটসম্যান। প্রথমবার বিপিএল খেলার জন্য মুখিয়ে ছিলেন ওয়াটসন নিজেও।
ওয়াটসনের এ দুঃসংবাদটা জানিয়ে ঢাকা ডায়নাইমস মানেজার খালদ মাহমুদ সুজন বলেন,‘ আমাদের দুর্ভাগ্য। কিছুই করার নেই। ইনজুরির উপর কারো হাত নেই। আমরা কীভাবে তার স্থান পূরন করা যায় তা নিয়ে চিন্তা করছি। কায়রন পোলার্ড আছেন। দেখা যাক।’
৪ নভেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। প্রথম পর্ব হবে সিলেট। এরপর ঢাকা হয়ে চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরবে জনপ্রিয় এ আসর।