শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কীভাবে বুঝবেন শিশু যৌন হয়রানির শিকার

news-image

নিউজ ডেস্ক : কিছুতেই স্কুলে যেতে চায় না মেঘা। সকালে যখন মা ওকে স্কুলের জন্য তৈরি করতে যায়, তখনই মেয়ে চিৎকার শুরু করে দেয়। হাত-পা ছোড়াছুড়ি, অঝোরে কান্না আর শেষে ৭ বছরের মেয়েটা একদমই নিস্তেজ হয়ে পড়ে। নাজিয়াকেও সকালে অফিসে যেতে হয়, তাই মেয়ের পেছনে এত সময় ব্যয় করতেও পারে না। আর জাহিদ তো নিজের কাজে এতই ব্যস্ত যে এসব বিষয়ে একটুও মাথা ঘামাতে নারাজ। মেয়েটা আজকাল কেমন মনমরা হয়ে থাকে।

নাজিয়ার এক বান্ধবী পরামর্শ দিল মেয়েকে একজন মনরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে। মেঘার সঙ্গে ডাক্তার প্রায় ঘণ্টাখানেক কথা বললেন। এরপর ডাক্তারের মুখ থেকে নাজিয়া যা শুনতে পেল তাতে ওর মাথা ঘুরতে লাগলো। মেঘার স্কুলের পিয়ন প্রায় ১ মাস ধরে বিভিন্নভাবে যৌন হয়রানি চালাচ্ছে ওর উপর। অফিসে মাঝে মাঝে কাজে আটকা পড়তে হয় নাজিয়ার। আর তখন মেঘাকে স্কুল থেকে নিতেও দেরি হয়ে যায়। আর এরই সুযোগ নিচ্ছে স্কুলের পিয়ন। এই কথা কাউকে বললে ওকে মেরে ফেলারও ভয় দেখিয়েছে। তাই মেঘা ভয়ে আর স্কুলেই যেতে চাইছে না।

মেঘা একা নয়। আমাদের চারপাশে অনেক মেঘাই শিকার হচ্ছে এমন বিকৃতমনষ্কতার। এই বিকৃতমনষ্ক মানুষদের বলা হয় পিডোফিল। পরিবার ও স্কুলের নিশ্ছিদ্র নিরাপত্তার আবরণ ভেদ করেও পিডোফিলরা আক্রমণ করে শিশুদের। এরা ছড়িয়ে আছে আমাদের আশেপাশেই, শুধু চিনে নেবার অপেক্ষা।

কিভাবে বুঝবেন আপনার সন্তান কোনো পিডোফিলের আক্রমণের শিকার কি না আর তাকে বাঁচাবেনইবা কিভাবে? আপনার জন্য রয়েছে আজ কিছু জরুরি পরামর্শ।

কারা এই পিডোফিল

* সাধারণত ত্রিশের উপরে বয়স হয় এই পিডোফিলদের। এরা বেশিরভাগই বিবাহিত। কিন্তু স্ত্রী, সমবয়সী বন্ধু-বান্ধব, ভাইবোন বা সংসারের প্রতি উদাসীনতা ধরা পড়ে এদের ব্যবহারে।

* শিশুদের সঙ্গে এরা খুব সহজেই বন্ধুত্ব গড়ে তুলতে পারে। বিশেষ করে যেসব শিশু একাকিত্বে ভোগে, লাজুক ধরনের হয় তাদের সঙ্গেই এরা বেশি মিশতে চায়। দামী উপহার দিয়ে এরা শিশুদের নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে।

* পিডোফিলরা সাধারণত হাসিখুশি এবং মিশুক স্বভাবের হয়। কিন্তু সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব করতে উৎসাহী হয় না।

* প্রথমে এরা শিশুদের সঙ্গে ভাব জমায়। তারপর এরা চেষ্টা করে শিশুদের পরিবারের বিশ্বাসভাজন হয়ে ওঠার। শিশুদের সঙ্গে একলা সময় কাটানো কিংবা তাদের নিয়ে বেড়াতে যাওয়ার ব্যাপারে এদের খুব উৎসাহ দেখা যায়।

কীভাবে বুঝবেন আপনার সন্তান যৌন হয়রানির শিকার

* সন্তানের দৈনন্দিন ব্যবহারে হঠাৎ পরিবর্তন। অযথা আগ্রাসী মনভাব বা একেবারেই মনমরা হয়ে যাওয়া।

* রাতে একা শুতে ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা, ঘর থেকে বাইরে যেতে না চাওয়া।

* পড়াশোনায় মনযোগ না থাকা, স্কুলের ফলাফল খারাপ হওয়া।

* গোপনাঙ্গে ব্যথা বা অস্বস্তি।

* গোপনাঙ্গ নিয়ে শিশুর মনে নানারকম প্রশ্নের সৃষ্টি এবং তা সম্পর্কে জানতে চাওয়া।

আপনার দায়িত্ব

* শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য বোঝানো খুব জরুরি। শিশুকে বোঝান, যে স্পর্শ ওকে ব্যথা দেয় বা অস্বস্তিতে ফেলে তার থেকে দূরে থাকতে।

* আপনি যদি দেখেন কোনো একটি বিশেষ মানুষের সামনে আসতে শিশু ভয় পাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই কারণ জানার চেষ্টা করবেন।

* কারো সঙ্গে শিশুকে একা ঘুরতে যেতে দেবেন না।

* ঘন ঘন উপহার দেওয়ার অনুমতি কাউকে দেবেন না।

* শিশুদের একা পাবলিক টয়লেটে বা কারো বাড়িতে পাঠাবেন না।

* বাড়ির বাইরে থাকলে সবসময় সন্তানের সঙ্গে যোগাযোগ রাখবেন।

* কারো স্পর্শ যদি আপনার মনে হয় যে আপনার সন্তানের জন্য খারাপ, তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করুন।

* নতুন কাজের লোকের কাছে শিশুকে রাখতে হলে তার প্রতি বিশেষ নজর রাখুন।

* শিশুরা একটু বড় হলেই আমরা তাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ চেনাই। এই সময় শিশুদের প্রাইভেট বডি পার্ট চিনিয়ে দিন। এই ব্যক্তিগত অঙ্গে কারো হাত দেওয়া অনুচিত সেটাও জানিয়ে দিন। কেউ যদি এই অন্যায় কাজটি করে তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে জানাতে বলবেন।

* কম্পিউটার বাসার এমন জায়গায় রাখুন যেখানে সবসময় আপনার নজর দেওয়া সম্ভব। কারণ পিডোফিলরা অনেক সময় ইন্টারনেটে চ্যাটরুমে শিশুদেরকে খুঁজে বেড়ায় সেক্স চ্যাটের জন্য।

* সন্তানকে সময় দিন। গল্প করতে করতে জেনে নিন সারাদিন ও কী কী করেছে, কার সঙ্গে কথা হয়েছে, কী কথা হয়েছে সবকিছু।

সন্তান যৌন হয়রানির শিকার হলে আপনার করণীয়

* সন্তানকে প্রথমেই আশ্বাস দিন যে আপনি কোনোভাবেই ওকে দোষী করছেন না। বকাঝকা, মারধোর, দোষারোপ করলে ফলাফল হিতে বিপরীত হবে।

* শিশুকে আলাদা সরিয়ে নিয়ে এ বিষয়ে কথা বলুন। সবার সামনে কথা বললে সে লজ্জিত বা অপমানিত হতে পারে। ওর প্রাইভেসিকে সম্মান করুন।

* শারীরিক আঘাতে যেমন চিকিৎসা করাবেন, তার সঙ্গে দেখাবেন একজন মনরোগ বিশেষজ্ঞকেও।

* পিডোফিলকে শণাক্ত করতে পারলে সে যত কাছের লোক হোক না কেন তাকে অভিযুক্ত করুন। প্রয়োজনে আইনি সাহায্য নিন।

এ জাতীয় আরও খবর

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত ৬৫

বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে