শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র আলমগীর হোসেনকে (২৫) হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁন মিয়ার ছেলে সোহেল (৩৫), মিন্নত আলী দেওয়ান ওরফে মিনার ছেলে আলামিন (৩৭) এবং কফিল শেখের ছেলে জাকির (৩৬)। দণ্ডপ্রাপ্ত সবাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর এলাকার বাসিন্দা।

নিহত আলমগীর হোসেন নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল চরপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় নানার বাড়িতে থেকে কালীগঞ্জ শ্রমিক কলেজে ডিগ্রিতে পড়তেন।

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, নানার বাড়িতে থেকে কালীগঞ্জ শ্রমিক কলেজে লেখাপড়া করতেন আলমগীর। পাশাপাশি প্রতিবেশী সিরাজুলের ছেলেকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর বিষয়টি ওই এলাকার সোহেল, জাকির ও আলামিন সহ্য করতে না পেরে আলমগীরকে কয়েকবার হুমকি দেন। এক পর্যায়ে ২০০২ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা সিরাজুলের বাড়িতে গিয়ে আলমগীরকে ছোরা, ছেনি ও রড় দিয়ে কুপিয়ে এবং মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে আলমগীরের মৃত্যু হয়।

ঘটনায় পর নিহতের পিতা আব্দুল বারেক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক ওই ৩ জনকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ জনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট হুমায়ূন কবির।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পে ধান ভানলেন জাতিসংঘ মহাসচিব!

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

আছিয়ার ধর্ষকের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের দাবি

দায়িত্ব শেষে দেশে না ফিরে কানাডায় রাষ্ট্রদূত হারুন, শাস্তিমূলক ব্যবস্থা

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

রূপের রহস্য জানালেন পরীমণি

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী

চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

ছুটির দিনে নিউমার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে মানুষ কঠোর হস্তে দমন করবে : মামুনুল হক