অভিবাসীদের জন্য আরও কঠোর হচ্ছে আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটনে হামলার জেরে আমেরিকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিকটবর্তী এলাকায় চালানো ওই হামলায় আট জন প্রাণ হারান।
হামলার পর দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বুধবার সকালে টুইটারে ট্রাম্প লেখেন, আমি এইমাত্র হোমল্যান্ড সিকিউরিটিকে আমেরিকায় প্রবেশের বিষয়টি আরও কঠোর করার নির্দেশ দিয়েছি। রাজনৈতিকভাবে সঠিক হওয়া ভালো, কিন্তু এক্ষেত্রে নয়!
নিউ ইয়র্কের এ ঘটনায় জড়িত সন্দেহে সাইফুল্লা সাইপোভ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ বছর বয়সী সইফুল্লা উজবেকিস্তানের বাসিন্দা। ২০১০ সালে তিনি আমেরিকায় এসেছিলেন।