শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের বিয়েতে যা থাকা দরকার

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রেমের বিয়ের ক্ষেত্রে `দুঃসংবাদ’ দিয়েছে সম্প্রতি একটি গবেষণা। এখানে বলা হয়েছে, পরিবার থেকে বিয়ে করানো ও প্রেম করে বিয়ে করার মধ্যে একটা প্রার্থক্য রয়েছে । গবেষকরা বলছেন, প্রেম করে বিয়ে করলে সে সম্পর্ক বেশিদিন টিকছে না। পরিবার থেকে দেখাশোনা করে বিয়ে দিলে তুলনামূলকভাবে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হচ্ছে।

বিয়ের পরই একটা অভিযোগ সবচেয়ে বেশি শোনা যায় দাম্পত্য জীবনে। তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযোগ একটাই, আগের থেকে পাল্টে গেছে, ও আর আগের মতো নেই। কিন্তু আসল কারণটা কি? একজন মানুষ কি সারা জীবন একরকম থাকে? সে প্রেমের সম্পর্ক হোক বা দেখাশোনা করে বিয়ে, মানুষতো পাল্টাতেই পারে।

একজন মানুষ যখন অপর একজন ভালোবেসে বিয়ে করে তখন কাছে অনেক চাহিদা থাকে। কিন্তু বিয়ের পর মানুষের মাঝে একটা ঘরোয়া ভাব আসে। এই ঘরোয়া ভাবের কারণে একজন আর একজনকে ভুল বুঝতে থাকি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে এটাই আসল।

এটা যে শুধুমাত্র ভালো গুণ রয়েছে বিষয়টি এরকম না হয়ে কিছু বিরক্তিকর অভ্যাস থাকলে, সেগুলোকে একইভাবে গ্রহণ করা উচিত। কেননা একজন মানুষের ভালটা যেভাবে আমরা গ্রহণ করি, একইভাবে তার খারাপটাও গ্রহণ করা উচিত। তবে খারাপ অভ্যাসগুলোকে যদি পরিবর্তন করে নেওয়া যায় নিজেদের ভালর জন্য, তবে তা দুজনকেই সহায়তা করে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। সম্পর্ক টিকেয় রাখার ক্ষেতে কয়েকটি বিষয় কাজে আসতে পারে..

১. খবরদারী না করা : কখনো একে অপরের ওপর খবরদারী না করাই ভাল। প্রেমিক/প্রেমিকা কি করছে, কি খাচ্ছে কিংবা কোথায় যাচ্ছে তা জিজ্ঞেস করা অবশ্যই আপনার তার প্রতি চিন্তার প্রকাশ করে। কিন্তু এই কথাগুলো বিরক্তির পর্যায়ে তখনই পরে যখন আপনি অযথাই তার ওপর খবরদারী করতে যান। এখানে যাবে না, সেখানে কেন গেলে, এর সাথে কথা বলবে না, তার সাথে মিশবে না এই ধরণের অতিরিক্ত অধিকার খাটিয়ে কথা বলা বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। প্রেমিক/প্রেমিকাকে বুঝতে হবে কোন আচরণটি আকর্ষণীয় এবং কোনটি বিরক্তিকর। একে অপরকে ভালোবাসার বন্ধনে বাধার চেষ্টা করুন অধিকার খাটিয়ে বিরক্তিকর কোন বন্ধনে নয়।

২. অন্যের সঙ্গে তুলনা না করা : কখনো কারও সঙ্গে তুলনা করবেন না। নিজে‘ওর ওই অভ্যাসটা ভাল, ও ওই কাজটা খুব ভাল করে, ওর ব্যবহার, আচার-আচরণ খুব ভাল’ এসব বলে অকারণ একজনের সঙ্গে অন্যজনের তুলনা না করাই ভাল। যেকোনো ভাল কাজের জন্য একে অপরকে বাহবা দিন, উৎসাহ দিন একে অপরকে। অন্য কারো সাথে তুলনা করে তার মানসিকতাকে আঘাত করবেন না। অন্য একজনের সাথে তুলনা করা সব চাইতে বড় আঘাত আপনার ভালোবাসার মানুষটির জন্য। এই ধরণের অভ্যাস ত্যাগ করাই ভাল।

৩. প্রেমের স্মৃতিচারণ করবেন না : আপনি হয়তো এর আগে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সেই কথা মনে করে কথায় কথায় পুরানো কথা না তোলাই ভাল। প্রাক্তনের সঙ্গে বর্তমান সম্পর্কের তুলনা করাতো একেবারেই উচিৎ নয়। এই অভ্যাসটি আপনার বর্তমান সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনি আপনার প্রাক্তনের সম্পর্কে ভালো বা খারাপ যাই বলুন না কেন আপনার বর্তমান সম্পর্কের ওপর তার প্রভাব পড়তেই পারে। এতে করে আপনার প্রেমিক/প্রেমিকা ভাবতে পারেন আপনার মনে এখনো আপনার প্রাক্তন মানুষটিই আছে। সম্পর্কচ্ছেদ হওয়ার জন্য এই সামান্য চিন্তাই যথেষ্ট। সুতরাং এই অভ্যাসটি দূর করলেই ভাল।

৪. পর্যাপ্ত সময় দেওয়া : যে কোনো সম্পর্ক সেটা ভালোবাসা বা বিয়ে যাই হোকা না কেনো। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একে অপরের থেকে আমরা সব থেকে বেশি যেটা আশা করি, তা হল তার গুরুত্বপূর্ণ সময়। কতটা সময় একে অপরের সঙ্গে কাটাচ্ছে তা খুব গুরুত্বপূর্ণ। একে অপরের সঙ্গে সময় কাটানো এবং একে অপরের কথা মন দিয়ে শোনাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভালোবাসার মানুষটির কথা শুনলেন না বা শুনতে চাইলেন না এতে করে তিনি ভাবতে পারেন আপনি তাকে এড়িয়ে চলছেন। এই ভাবনাটি সম্পর্কের জন্য ভালো নয়। প্রেমিক/প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনুন। এতে করে তিনি নিজেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে করবেন এবং সেই হিসেবে তিনিও আপনাকে গুরুত্ব দেবেন।

৫. দোষারোপ না করা : যেকোনো বিষয়ে সবসময় একে অপরকে দোষারোপ করবেন না। অপরজন যদি ভুলবশত কোনও ভুল করে ফেলে, সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করুন। তবে সেটাও খুব সচেতনভাবে। কারণ আপনার একটা ভুল কথা অন্য বার্তা দিতে পারে অপরজনের কাছে। তুমি এই কাজটি করেছিলে, তুমি ওই কথাটা বলেছিলে এই ধরণের কথাবার্তা আপনার ভালোবাসার মানুষটির কাছে আপনাকে শুধুমাত্রই একজন বিরক্তিকর মানুষ হিসেবে উপস্থাপন করে। এই ধরণের অভ্যাস দূর করুন, সম্পর্ক ঠিক থাকবে।

এ জাতীয় আরও খবর

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে করলেন ১১ টুকরো, স্ত্রীসহ দুইজন আটক

জোড়া গোল করে ৪৬তম ট্রফি জিতলেন মেসি

স্বামীর পর মারা গেলেন স্ত্রী, আশঙ্কাজনক শিশুসন্তান

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

বার্ড ফ্লু : ভিয়েতনামে প্রাণ গেল ৪৭টি বাঘ, ৩টি সিংহের

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত ৬৫

বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে