বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটন নগরীর শীর্ষ পুরস্কার পেল দুবাই

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের সবচেয়ে বড় দালানের শহর হিসেবে পরিচিত দুবাইয়ের ‘বুর্জ খালিফা’ সকল পর্যটকের মন কাড়তে সক্ষম হয়েছেন। আর তাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে শীর্ষে নাম এসেছে দুবাইয়ের। শুধু নগরী হিসেবে নয় বিমানসংস্থা হিসেবেও সেরা হয়েছে দুবাইয়ের আমিরাত এয়ারলাইনস।

ভোটের মাধ্যমে দুবাইকে জিতিয়ে বিশ্ব পর্যটন অ্যাওয়ার্ডের যোগ্য বানিয়েছেন সারাবিশ্বের পর্যটকরা। চলতি সপ্তাহ জুড়ে দুবাইয়ের আরমানি হোটেলে চলা অনুষ্ঠানে ৪০০ জন ভ্রমণপিয়াসু ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মকান্ডের পর দুবাইকে পুরস্কৃত করা হয়।

আকৃতিতে দুবাইয়ের বুর্জ খলিফা দালান ও রাজকীয়তার দিক থেকে মদিনার শেখের দালান দ্য জুমেইরাহ আল কাসরকে আকর্ষনিয় বলে ভোট করেছে পর্যটক ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তারা। যদিও তালিকার প্রথম স্থান রয়েছে বুর্জ খলিফার দখলে। এছাড়া মধ্যপ্রাচ্যের সেরা থিম পার্ক হিসেবে খেতাব জিতেছে ফেরারি ওয়ার্ল্ড আবু ধাবি,সৈকত হিসেবে সাদিয়াত আইল্যান্ড।

মধ্যপ্রাচ্যের পর পর্যটনবিশ্বের সঙ্গে লড়ে নিজের অবস্থান মজবুত করতে এটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। ডিসেম্বরের ১০তারিখ এই অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে নিশ্চিত করা হয়েছে। খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর