বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও সরিয়ে নিলো পাকিস্তান হাইকমিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা আপত্তিকর ভিডিও সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকিকে তলব করা হলে তিনি মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন।

এসময় শেয়ার করা ওই ভিডিও’র তীব্র প্রতিবাদ জানানো হয় ঢাকার পক্ষ থেকে। পাকিস্তানি হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদপত্রও পেশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান। দুপুর সোয়া ৩টা থেকে শুরু করে দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান বলেন, ভিডিও লিংকটি শেয়ার করার জন্যই রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়েছে। শেয়ার করা ভিডিও লিংকটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা, সেটা সবাইকে মেনে নিতে হবে।

কামরুল আহসান বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তারা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে, সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

পাকিস্তানের পক্ষ থেকে বারবার এমন কাজ করা হলেও বাংলাদেশ কেন তা মেনে নিচ্ছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আমরা মেনে নিইনি। এ ধরনের কাজ তারা আগেও করেছে। সেটি আজকেও আমরা তাদের স্মারণ করিয়ে দিয়েছি।

বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়। ওই ভিডিওতে বলা হয়— বঙ্গবন্ধু নন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে পাকিস্তান হাইকমিশন।

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু