‘সেদিন আমিও কেঁদেছিলাম’
স্পোর্টস ডেস্ক : ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভারতের গৌহাটিতে ভারোত্তোলনের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করে ছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। জয়ের পর যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, তখন অঝোর ধারায় কাঁদছিলেন মাবিয়া আক্তার সীমান্ত।
সামাজিক যোগাযোগের মাধ্যমে তার কান্নার সেই ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়লে আনন্দ অশ্রুতে ভাসতে শুরু করে পুরো দেশ। সেই ভিডিও দেখে সেদিন নীরবে কেঁদেছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
‘এখনও স্পষ্ট মনে আছে। তখন আমরা চট্টগ্রামে ক্যাম্পে যাচ্ছি। ফেসবুক অন করে দেখি আপনি (মাবিয়া) কাঁদছেন। প্রথমে বুঝতে পারিনি। পুরোটা জানার পর…গাড়ির গ্লাসগুলো বন্ধ ছিল। অন্ধকার। মনের অজান্তে আমিও কাঁদছিলাম।’ সোমবার গুলশানে দেশের প্রথম ক্রীড়া রেডিওর উদ্বোধন করতে গিয়ে মাশরাফি একথা বলেন। এ সময় রেডিও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুল ও মাবিয়া।
এ সময় মাশরাফি হাসতে হাসতে বলেন, ‘আমি শুধু ক্রিকেট দেখি বিষয়টি এরকম নয়, আমি কিন্তু আপনাদের খেলাও দেখি এবং মনে প্রাণে চাই আপনারা জেতেন। আমিও আপনাদের ফলো করি অন্যান্য খেলাও ফলো করি। হকি খেলা (এশিয়া কাপ) হলো, সাউথ আফ্রিকায় ছিলাম। যদিও ওভাবে দেখা হয়নি তবে রেজাল্ট ফলো করেছি। আমি মনে-প্রাণে চাই আপনারা ভালো করেন।’
মাশরাফি একটা ক্রীড়া চ্যানেলের গুরুত্বের কথা বলতে গিয়ে বলেন, ‘এই জন্য বারবার বলছি একটা স্পোর্টস টিভি চ্যানেল যদি আসে…আরও বেশি ফলো করতে পারব। রেডিওর মাধ্যমে শুরু হলো, সামনে হয়ত টিভি চ্যানেল চলে আসবে।’
মামুনুল ও মাবিয়া নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফিকে সবচেয়ে বড় অনুপ্রেরণার হিসেবে দেখে বলে জানান। দুই হাঁটুতে সাতটি সার্জারি নিয়ে মাশরাফি যেভাবে খেলেন তা দেখে দেশের সকল ক্রীড়াবিদের অনুপ্রেরণা নেয়ার কথা বলেন তারা (মামুনুল ও মাবিয়া)।