২৭ বছর পর ইরাক যাবে সৌদি বিমান!
১৯৯০ সালে বন্ধ হওয়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স দীর্ঘ ২৭ বছর আবারও ইরাকে নিয়মিত ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ।
আজ সোমবার উদ্বোধনী ফ্লাইটে রাষ্ট্র মালিকানাধীন এয়ারলাইনটির মহাপরিচালক সালেহ বিন নাসির আল-জাসির সাংবাদিক ও অন্যান্য যাত্রীদের নিয়ে জেদ্দা থেকে বাগদাদ যাবেন।
প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন প্রতিবেশী দেশ কুয়েতে আক্রমণ চালালে ১৯৯০ সালে সৌদি আরব ও ইরাকের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে বর্তমানে ইরানের সঙ্গে পাল্লা দিয়ে আঞ্চলিক ক্ষমতা বিস্তারের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই ইরাকের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আছে। এর আগে ১৯৯০ সাল থেকে বন্ধ হওয়া ‘আরার’ স্থল সীমান্তও খুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে উভয় দেশ। একইসঙ্গে এ মাসে ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি মন্ত্রিসভা।