নিজ বাহিনীর সদস্যদের হাতে খুন হলেন বনদস্যু বাহিনীর প্রধান
নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান নুর হোসেন দলীয় কোন্দলে নিজ বাহিনীর সদস্যদের হাতে খুন হয়েছেন। ৩০ অক্টোবর সোমবার সুন্দরবন পশ্চিম বন বিভাগ আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের চালতেবেড়িয়া খাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেনের বাড়ির কলারোয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। তার শ্বশুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে।
এলাকাবাসি জানায়, সোমবার চালতেবেড়িয়া খাল নামক স্থানে অর্থ ভাগাভাগির দ্বন্দ্বের জেরে দলীয় সদস্যরা ধারালো অস্ত্রের আঘাতে জখম করেন বনদস্যু বাহিনী প্রধান নুর হোসেনকে। মুমূর্ষু অবস্থায় তাকে হরিনগরের জেলেরা উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসলে নুর হোসেনের মৃত্যু হয়।
জানা গেছে, ১২/১৩ বছর পূর্বে চুনকুড়ি গ্রামের হোসেন আলীর মেয়েকে বিয়ে করেন নুর হোসেন। এই শ্বশুর বাড়ির মাধ্যমে সুন্দরবনে যাতায়াত শুরু করেন এবং বনদস্যু বাহিনীর সাথে জড়িয়ে পড়েন। তিনি র্যাবের কাছে আত্মসমর্পণ করেও পুনঃরায় ডাকাতি কাজে লিপ্ত হয়েছিলেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক শোয়েব খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাহিনী প্রধান হিসেবে এলাকার জেলে বাওয়ালীদের জিম্মি করে অমানুষিক নির্যাতন চালাতেন নুর হোসেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, অভ্যন্তরীণ কোন্দলে বাহিনী প্রধান নুর হোসেন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। তার মরদেহ স্থানীয় জেলেরা হরিহরনগর বাজারে নিয়ে এসেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।