বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঝুঁকি এড়াতে ভারতীয় শিল্পীদের নিয়ে কাজ করেছি’

news-image

বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা মেহেদী বিন আশরাফ। টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ‘প্রজাপতি প্রেম’ নামে ১০৪ পর্বের নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করছেন তিনি।

কনা রেজা রচিত এ নাটকের চিত্রনাট্যও করেছেন পরিচালক নিজেই। তবে মজার ব্যাপার হলো- নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়নকারী অপরিচিত মুখ ও বড় একটি অংশ ভারতের।

হঠাৎ ভারতীয় শিল্পীদের নিয়ে নাটক নির্মাণ করলেন কেন? এমন প্রশ্নের জবাবে মেহেদী বিন আশরাফ রাইজিংবিডিকে বলেন, ‘গল্পের প্রয়োজনে ভারতীয় ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে আমরা কাজটি করছি। আর গল্পে বাংলাদেশের একটি ছেলে ভারতে পড়াশোনা করে। ওখানে ওর বন্ধু-বান্ধব থাকবে এটাই তো স্বাভাবিক। আর ওই শিল্পীগুলো আমরা ভারত থেকে নিয়েছি। এখন আমাদের দেশের শিল্পী নিয়ে ওইসব চরিত্রে কাজ করাতে পারতাম। কিন্তু ওদের মুখের ভাষার আলাদা একটা টোন আছে। পশ্চিম বঙ্গের মানুষদের আলাদা একটা স্টাইল আছে। আসলে আমরা চাইলেই ওদের মতো করে কথা বলতে পারব না। ঝুঁকি এড়াতে ভারতীয় শিল্পীদের নিয়ে কাজ করেছি। এছাড়া অন্য কোনো বিশেষ কারণে ভারতীয় শিল্পীদের নিয়ে কাজ করিনি। আর বাংলাদেশের ছেলের আত্মীয়-স্বজনের চরিত্রগুলো রূপায়নকারী সবাই বাংলাদেশের।’

 

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক রাইজিংবিডিকে বলেন, ‘গল্পে দেখা যাবে, জয়ের জন্য অপেক্ষা করছে দিয়া। তার অপেক্ষার উচ্ছ্বাস এতটাই যে, গতকাল রাতে সে ঘুমাতেও পারেনি। জয় বাংলাদেশের ছেলে আর দিয়ার বাড়ি ভারতে। ওরা দুজন ভালো বন্ধু। একইসঙ্গে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। দিয়ার যে কোনো বিপদে আবির্ভাব ঘটে জয়ের। দিয়ার ছোটবেলার বান্ধবী জারা। আজকের মধ্যে জারা-হাসানকে যে কোনো উপায়ে বিয়ে দিতে হবে। ঝামেলার শুরু এখান থেকেই। জারা ও হাসানের বিয়ের পর তারা যাত্রা শুরু করে ভারতের একটি পর্যটন স্থানের উদ্দেশে। পর্যটন স্থানে তারা একটি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়। এই বিপদই তাদের বুঝিয়ে দেয় দিয়া-জয় শুধু বন্ধু নয়, তারা একে অপরকে ভীষণরকম ভালোবাসে। এই উপলব্ধির পর গল্প নতুন মোড় আসে।’

নাটকে জয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আলভি। আর দিয়া ও জারা চরিত্র দুটি রূপায়ন করেছেন ভারতের মনালী ঘোষ ও পৃথা চন্দ্র। এ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন দীপান্নিতা নাথ, মায়াবী, রণ রুপম গাঙ্গুলী, গৌরভ চৌধুরী, শঙ্খরাজ চ্যার্টাজী, চিত্রালী দাস, আমীর নাসের, পিংকী মন্ডল, নাজনীন হাসান চুমকি, হান্নান শেলী, খায়রুল আলম, মেঘলা, শাফিজ প্রমুখ।

 

একদম নতুন মুখ নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এ প্রসঙ্গে মেহেদী বিন আশরাফ রাইজিংবিডিকে বলেন, ‘পরিচিত মুখ একদমই নেই। এই উদ্যোগটা নিয়েছে বাংলাভিশন। বাংলাভিশন থেকে বলেছেন, আমাদের পরিচিত মুখের প্রয়োজন নেই। আমাদের ভালো প্রেক্ষাপট ও গল্প দরকার। যাতে দর্শকরা নতুন কিছু দেখতে পারেন।’

গল্পের প্রয়োজনে বাংলাদেশের কুষ্টিয়া ও পাবনা এবং ভারতের মুম্বাই, গোয়া, কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং ও মিরিখে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। ৩১ অক্টোবর থেকে সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে নাটকটি প্রচারিত হবে।