শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে বাঞ্ছারামপুরে ব্যাপক আলোড়ন

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আগামী ৯ নভেম্বর,ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে গোটা উপজেলায় দলীয় নেতা-কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সাজ-সাজ রব প্রত্যক্ষ করা গেছে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.মাহমুদুল হাসান ভূইয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডট কমকে জানান,-‘সম্মেলনকে নিয়ে আমি দিনরাত কাজ করে যাচ্ছি।বাংলাদেশ আওয়ামী লীগের যতো অঙ্গসংগঠন আছে,অন্তত বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক লীগ দলীয় কর্মকান্ডে কতোখানি ভূমিকা পালন করে শুরু থেকে সবার কাছে জনপ্রিয় হয়ে আসছে,তার মূল্যায়ন নেতা-কর্মীরা করবে বলে আশা করি।’

সে¦চ্ছাসেবক লীগের দলীয় সূত্রে জানা গেছে,ঐ দিন (৯ নভেম্বর)সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঞ্ছারামপুরের উন্নয়নের রুপকারখ্যাত ক্যা.এবি তাজুল ইসলাস এমপি (অব.),বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার,পঙ্কজ দেবনাথ এমপি,সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহ্উিদ্দিন আহমেদ মহিসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবর্গ।

খোজ নিয়ে জানা গেছে,সম্মেলনকে ঘিরে উপজেলার ১৩ টি ইউপি কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।চলছে লবিং-জোর তদ্বীর।উপজেলা কমিটিতে ঠাই পেতে দিন-রাত দলীয় কর্মীদের কাছে ছুটছেন নেতারা।তবে,প্রতিটি ইউপি নেতা-ই জানান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে বর্তমান আহবায়ক মাহমুদুল হাসান ভূইয়া হাসানের বিকল্প কোন প্রার্থী বা ব্যাক্তি নেই।তিনি মনপ্রাণ উজার করে এই অঙ্গসংগঠনটিকে বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিষ্ঠিত করেছেন।

আইয়ূবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি মেম্বার মো.আল আমীন জানান,-‘হাসান ভাই মানে,বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।তাকে ছাড়া আওয়ামীলীগের এই অঙ্গসংগঠনটির কথা ভাবাই যায় না’।

এ জাতীয় আরও খবর

মনের কথা প্রকাশ করলেন ফারিণ

হাতিরঝিলে চক্রাকার বাসে কাল থেকে ‘র‌্যাপিড পাস’ কার্ডে ভাড়া দেওয়া যাবে

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

নুহাশপল্লীতে শব্দে-গল্পে-স্মৃতিতে হুমায়ূন আহমেদকে স্মরণ

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি

আ. লীগ-বিএনপি সবাই হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে: মির্জা ফখরুল

প্রথমার্ধে শ্রীলংকার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

শিলং থেকে গডফাদার এসেছে, সালাহউদ্দিন ইঙ্গিত করে নাসীরুদ্দীন

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

দেশে ফের মুজিববাদী-ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে: সারজিস