দেশের প্রথম স্পোর্টস রেডিও’র উদ্বোধন করলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরে যাত্রা শুরু করেছে দেশের প্রথম স্পোর্টস এফএম রেডিও স্টেশন রেডিও এজ ৯৫.৬।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে আম্বার স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের মাধ্য দিয়ে বিশেষায়িত এ রেডিওটি আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম, ভরোত্তলনে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, রেডিও এজ- এর ম্যানেজিং ডিরেক্টর শাফকাত সামিউর রহমান, ডিরেক্টর আশিক আহমেদ ও মির্জা শিবলী।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে সবসময় চেয়েছি শুধুমাত্র ক্রীড়াজগত নিয়ে একটি চ্যানেল হোক। সেই চাওয়া আজ পূরণ হলো। রেডিও এজের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো। শুধুমাত্র খেলার সংবাদ নিয়ে চ্যানেল হলে খেলোয়াড়রা উৎসাহিত হবে। রেডিও এজকে বলবো, আপনারা শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলকে হাইলাইট করবেন না, অন্যান্য যেসব খেলা রয়েছে সবখেলাকেই হাইলাইট করবেন।’
তিনি আরো বলেন, ‘রেডিও সবসময় তরুণদের নিয়ে কাজ করে। যুবকরা খেলা নিয়ে থাকলে মাদকের হাত থেকে তারা বেঁচে থাকবে। আশা করি, বাংলাদেশে আরো অনেক বেশি স্পোর্টস চ্যানেল হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এ রেডিওটি অবহেলিত খেলোয়াড়দেরও উঠে আসতে সাহায্য করবে। এমন অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু খেলাকে ভালোবেসেই খেলে যান, তাদের কথাও এ রেডিও তুলে ধরবে।’
রেডিও এজ শোনা যাবে এফএম ৯৫.৬ টিউন করে। পাশাপাশি অনলাইনেও রেডিও এজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সব অনুষ্ঠান সম্প্রচার করা হবে।’